Schengen Visa

Schengen Area – বিশ্বের বৃহত্তম ভিসা ফ্রি জোন

শেনজেন এরিয়া এমন একটি অঞ্চলকে বুঝায় যেখানে ২৭টি ইউরোপীয় দেশ তাদের আভ্যন্তরীন সীমানকে বিলুপ্ত ঘোষনা করেছে। সেখানে মানুষ অবাধে ও সীমাবদ্ধ চলাচল, বহিরাগত সীমানা নিয়ন্ত্রন করে সাধারন নিয়মেন সাথে সামঞ্জস্য রেখে এবং সাধারন বিচার ব্যবস্থা এবং পুলিশী সহযোগিতা শক্তিশালী করে অপরাধ নিয়ন্ত্রন করে।

শেনজেন এরিয়া ভিসার সুবিধা হল আপনি শেনজেন এরিয়াভূক্ত ২৭টি দেশের যে কোন একটি দেশের ভিসা থাকলে ঐ একই ভিসা ব্যবহার করে বাকী ২৬টি দেশে ঘুরতে যেতে পারবেন। শেনজেন ভিসা সাধারণত তিন ধরনের হয়ে থাকে – সিঙ্গেল, ডাবল ও মাল্টিপল এন্ট্রি।

নিম্নে শেনজেন এরিয়ার দেশের তালিকাঃ-

১। অষ্ট্রিয়া

২। বেলজিয়াম

৩। জেক রিপাপলিক

৪। কোরেশিয়া

৫। ডেনমার্ক

৬। এসথোনিয়া

৭। ফিনল্যান্ড

৮। ফ্রান্স

৯। জার্মানী

১০। গ্রিস

১১। হাঙ্গেরী

১২। আইসল্যান্ড

১৩। ইতালী

১৪। লেটভিয়া

১৫। লিসটেনসিন

১৬। লিথুনিয়া

১৭। ‍লুকজিনবার্গ

১৮। মালটা

১৯। নেদারল্যান্ড

২০। নরওয়ে

২১। পোল্যান্ড

২২। পরটুগ্যাল

২৩। স্লোভাকিয়া

২৪। স্লোভেনিয়া

২৫। স্পেন

২৬। সুেইডেন

২৭। সুইজারল্যান্ড

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *